ভার‌ত থেকে চুয়াডাঙ্গায় পাচার হয়ে আসা ৯ কেজি দানাদার রুপা জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)। এ সময় ইজিবাইকচালক পালিয়ে গেলেও ইজিবাইকটি জব্দ করা হয়েছে।

গতকাল (বুধবার) রাতে চুয়াডাঙ্গা ব্যাটেলিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে অবৈধভাবে দানাদার রুপা বাংলাদেশে পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধীনস্থ দামুড়হুদা উপজেলাধীন মুন্সিপুর বিওপির একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুচির বটতলা এলাকায় অবস্থানকালে যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সংকেত দেন বিজিবি সদস্যরা। বিজিবি টহল দলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল ইজিবাইকটি জব্দ করে এবং তল্লাশির সময় চালকের বসার আসনের নিচ থেকে একটি প্যাকেট উদ্ধার করে, যেখানে মোট ৯ কেজি ভারতীয় দানাদার রুপা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইজিবাইকসহ জব্দকৃত ভারতীয় দানাদার রুপার বাজারমূল্য আনুমানিক ২৩ লক্ষ ৬৯ হাজার টাকা। এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন। 

আফজালুল হক/এনএফ