রাজশাহী শিক্ষাবোর্ডে এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে সেরা হয়েছে বগুড়া জেলা। এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। বগুড়া জেলা এ বছর এসএসসির ফলাফলে পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে রয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। রাজশাহী বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ পরীক্ষার্থী। পাসের হারে তলানীতে রয়েছে সিরাজগঞ্জ জেলা।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, রাজশাহী শিক্ষাবোর্ডে চাপাইনবাবগঞ্জ জেলায় পাসের হার ৮১ দশমিক ৪৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৮২৪ জন শিক্ষার্থী। এছাড়া নাটোর জেলায় পাসের হার ৭৬ দশমিক ৬৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৪১ জন শিক্ষার্থী। নওগাঁ জেলায় পাসের হার ৭৭ দশমিক ৪৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪৮১ জন শিক্ষার্থী। পাবনা জেলায় পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৭১০ জন শিক্ষার্থী।

অন্যদিকে সিরাজগঞ্জ জেলায় পাসের হার ৭১ দশমিক ৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১০৪ জন শিক্ষার্থী। বগুড়া জেলায় পাসের হার ৮৩ দশমিক ৫০ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৯০০ জন শিক্ষার্থী। এই জেলার শিক্ষার্থীরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে। জায়পুরহাট জেলায় পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩২৮ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী বসেছিল। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ২৫৯ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫১ জন। এ ফলাফলে ছাত্র পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ আর ছাত্রী পাসের হার ৮২ দশমিক ১ শতাংশ।

শাহিনুল আশিক/এনটি