রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা
রাজশাহী শিক্ষা বোর্ডে ছেলেদের তুলনায় এসএসসি পরীক্ষার ফলাফলে মেয়েরা ভালো করেছে। শুধু ফলাফলেই নয়- এগিয়ে আছে জিপিএ-৫ প্রাপ্তিতেও। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে শিক্ষা বোর্ডটির প্রকাশিত ফলাফলে এমন তথ্য জানা গেছে।
শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে- এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১ লাখ ৮২ হজার ৭৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। ফলাফলে পাসের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ২২ হাজার ৩২৭ জন পরীক্ষার্থী।
বিজ্ঞাপন
এ বছর শিক্ষা বোর্ডটিতে ৯৪ হাজার ২৫৯ জন ছেলে পরীক্ষায় অংশ নেয়। ছেলেদের পাসের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৩৬৫ জন। এছাড়া ৮৬ হাজার ৫১ জন মেয়ে পরীক্ষায় অংশ নেয়। মেয়েদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৬২ জন।
এ বিষয়ে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ.ন.ম মোফাখাখারুল ইসলাম বলেন, এ বছর মেয়েরা ভালো ফলাফল করেছে। তারা বেশি জিপিএ-৫ পেয়েছে।
বিজ্ঞাপন
শাহিনুল আশিক/আরএআর