এসএসসির ফলাফলের পর মিষ্টি বিক্রির ধুম পড়েছে ময়মনসিংহ নগরীর মিষ্টির দোকানগুলোতে। এ সময় উচ্ছ্বসিত অভিভাবকদের খুশি মনে মিষ্টি কিনতে দেখা গেছে। এতে মিষ্টির দোকানগুলোতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর ময়মনসিংহ নগরীর মিষ্টির দোকানগুলোতে এই ভিড় দেখা যায়। 

এ সময় নগরীর নতুন বাজার এলাকার মিষ্টি কাননে দেখা যায়- ক্রেতাদের চাহিদা অনুযায়ী পছন্দ মতো মিষ্টি দিতে গলদঘর্ম অবস্থা দোকান কর্মচারীদের। ফলে অনেকটা ভিড় সামলেই মিষ্টি কিনে বাড়ি ফিরছেন ক্রেতারা।  

এ সময় কথা হয় জেলা খাদ্য বিভাগের কর্মকর্তা মো. কামাল হোসেনের সঙ্গে। তিনিও এসেছেন মিষ্টি কিনতে। ভিড় সামলে মিষ্টি কেনার এক ফাঁকে তিনি ঢাকা পোস্টকে বলেন, ছেলে এবার গোল্ডেন এ প্লাস পেয়েছে। এই খুশিতে মিষ্টি কিনে বাসায় যাচ্ছি। ছেলের জন্য দোয়া চাই বলে তিনি রিকশায় উঠে পড়েন।  

একই সময়ে কথা হয় নগরীর জিলা স্কুল সড়কের বাসিন্দা মোহাম্মদ আলীর সঙ্গে। তিনি বলেন, ভাগ্নি এবার এসএসসি পরীক্ষায় এ প্লাস পেয়েছে। তাই মিষ্টি কিনে বোনের বাসায় যাচ্ছি।    

মিষ্টি কাননের মালিক আশিষ সাহা ঢাকা পোস্টকে বলেন, আজকে এসএসসি পরীক্ষার ফলাফলের কারণে মিষ্টি বেশি বিক্রি হচ্ছে। তবে আমরা নিয়মিত যে দামে মিষ্টি বিক্রি করি সেই দামেই আজকে বিক্রি করছি। এর মধ্যে দানাদার মিষ্টি বিক্রি হচ্ছে ২৯০ টাকায়, মালাইকারি ৪০০ টাকায় এবং সাদা গোল্লা বিক্রি করছি ৩৩০ টাকা দরে।  

একই অবস্থা গাঙ্গিনাপাড়, চরপাড়া মোড়, স্টেশন রোডসহ নগরীর সবগুলো মিষ্টির দোকানের। এসএসসি পরীক্ষার ফলাফলের কারণে নগরীর সব মিষ্টির দোকানেই মিষ্টি বিক্রির ধুম পড়েছে। 

ত্রেতাদের দাবি, অনেক দোকানে বেশি দামে মিষ্টি বিক্রি হচ্ছে। ফলে খুশির আমেজে বাধ্য হয়ে চড়া দামে মিষ্টি কিনে বাড়ি ফিরছে ক্রেতারা।    

আমান উল্লাহ আকন্দ/আরএআর