মাগুরায় নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মাগুরার শ্রীপুরে বিক্রির উদ্দেশ্যে রাখা নিষিদ্ধ পিরানহা মাছ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করেছেন উপজেলা প্রশাসন ও মৎস্য কর্মকর্তা।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে আড়তে পরিচালিত এক যৌথ অভিযানে প্রায় ৩৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।এসময় ওই মাছ ব্যবসায়ী সুরেশ বিশ্বাসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাখী ব্যানার্জির নির্দেশক্রমে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জসিম উদ্দীন। মৎস্য সম্পদ উন্নয়ন ও আইন বাস্তবায়ন উপলক্ষে প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দীন বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও চাষ সরকারিভাবে নিষিদ্ধ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজার থেকে সুরেশ বিশ্বাস নামে এক ব্যক্তির কাছ থেকে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।
বিজ্ঞাপন
তাছিন জামান/আরকে