মিডফোর্ডে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীর পুরান ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকে এক ভাঙারি ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (১১ জুলাই) রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড় থেকে বের হয়ে কলেজ রোড লালবাগসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন
মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, চাঁদাবাজ নো মোর’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘চব্বিশের বাংলায়, চাঁদাবাজের ঠাঁই নাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘চাঁদাবাজের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘চাঁদাবাজের ঠিকানা, এই বাংলায় হবে না’, 'আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে' ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সমালোচনা করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, চব্বিশের আন্দোলনের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের বিদায় ঘটিয়েছে। এই বাংলায় আবার কেউ যদি অতীতের মতো ফ্যাসিবাদী হয়ে উঠতে চায়, তবে সাধারণ শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। মধ্যযুগীয় কায়দায় যেভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যাকাণ্ড করা হয়েছে, তা আইয়ামে জাহেলিয়াতের যুগকে হার মানিয়েছে। এর সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত সময়ের মধ্যে ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করতে হবে। যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।
বিজ্ঞাপন
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর জেলা কমিটির সদস্য সচিব রহমত আলী বলেন, “চাঁদাবাজির অভিযোগে কাউকে বহিষ্কার করলেই বিচার হয়ে যায় না। সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের সন্ত্রাসী নেতাকর্মীরা। তাদেরকে শুধু বহিষ্কার না শাস্তির আওতায় আনতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। বিএনপি তা না করে বহিষ্কার নাটক সাজিয়েছে। এসব করে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, হত্যা, অপহরণ, নির্যাতনের মতো অপরাধ বন্ধ করা যাবে না। বিএনপির উচিত হবে তাদের দলের চিন্থিত সন্ত্রাসীদের একযোগে বহিষ্কার করা।”
এদিকে বিক্ষোভ সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা এই নির্মম হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি জানান।
এদিন হত্যাকাণ্ডের ঘটনায় অপরাধীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তি নিশ্চিত করার দাবিতে রাতে রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাস এলাকায় বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
এদিকে ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শনিবার সকালে রংপুর জিলা স্কুল মোড়ে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আহ্বান করা হয়েছে।
ফরহাদুজ্জামান ফারুক/রংপুর