দুদকের মামলায় সাবেক পৌর মেয়রের স্ত্রী কারাগারে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নোয়াখালীর কবিরহাট পৌরসভার সাবেক মেয়র জাহিরুল হক রায়হান ও তার স্ত্রী সামিয়া শারমিনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় অবৈধভাবে ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকার স্থাবর সম্পদ অর্জন ও ভোগ-দখলের অভিযোগ আনা হয়েছে।
রোববার (১৩ জুলাই) ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, গত বৃহস্পতিবার (১১ জুলাই) মামলার শুনানিতে জাহিরুল হকের স্ত্রী সামিয়া শারমিন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জাহিরুল হক রায়হান ২০১১ সালে প্রথমবার কবিরহাট পৌরসভার মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে আরও দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত মেয়রের দায়িত্বে ছিলেন তিনি। মেয়র থাকাকালীন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে।
বিজ্ঞাপন
দুদকের প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, সাবেক মেয়র ও তার স্ত্রী সামিয়া শারমিন (যিনি একজন গৃহিণী) কোনো বৈধ আয়ের উৎস কিংবা ব্যবসায়িক ট্রেড লাইসেন্স ছাড়া নোয়াখালী সদর উপজেলার পশ্চিম আলীপুর মৌজায় একটি চারতলা বাড়ি নির্মাণ করেন। দুদকের যাচাইকালে বাড়িটির নির্মাণ ব্যয় ৪৪ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়। তদন্তে আরও উঠে আসে, তারা পরস্পর যোগসাজশে এই সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ-দখল করেছেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ ঢাকা পোস্টকে বলেন, দুদক নোয়াখালী জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী বাদী হয়ে মামলাটি করেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ১০৯ ধারায় দায়ের করা হয়েছে। মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং দুদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
হাসিব আল আমিন/আরএআর