নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে তিনটি অবৈধ চুনা তৈরির কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জৈনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান।

সিনিয়র সহকারী সচিব হাছিবুর রহমান বলেন, “অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কারখানাগুলো। তাদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এবং কারখানা গুড়িয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই অভিযান আমাদের চলমান থাকবে। যারা এই ধরনের অপরাধে জড়িত, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হবে।”

এ সময় উপস্থিত ছিলেন, তিতাসের সোনারগাঁ জোনের ব্যবস্থাপক সৈয়দ আনোয়ারুল আজীম, প্রকৌশলী ফয়জুল ইসলাম, সোনারগাঁ থানা পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃমীমরাজ হোসেন/এসএমডব্লিউ