নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের তিন দিন পর আরিফ হোসেন (১৩) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ জুলাই) দুপুরের দিকে বাদলকোট ইউনিয়নের মেঘা বাজার সংলগ্ন খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল ৭টার দিকে কালামিয়া পাটোয়ারী বাড়ির সামনে খালের পানিতে শিশুটির মরদেহ ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। 

নিহত আরিফ হোসেন উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব পরকোট এলাকার জামাল হোসেন ও আমেনা আক্তার আখি দম্পতির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী আরিফ প্রায়ই বাড়ি থেকে বের হয়ে এদিক-সেদিক ঘুরে বেড়াত এবং কখনও কখনও রাতে বাড়ি ফিরতো না। গত ১১ জুলাই শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, সে খালের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকেও কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

হাসিব আল আমিন/আরকে