গাজীপুরের কালিয়াকৈরে একটি মালবাহী ট্রাক রেল ক্রসিং পার হওয়ার সময় বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপর সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উদ্ধারকারী দল মালবাহী ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নিলে তিন ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে, সকাল ৯টার দিকে জেলার ধামরাই-মাওনা আঞ্চলিক সড়কের কালিয়াকৈর উপজেলার শ্রিফলতিলী ইউনিয়নের সোনাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, মালবাহী ট্রাকটি কালিয়াকৈর থেকে ধামরাইয়ের দিকে যাবার পথে রেল ক্রসিং পার হওয়ার সময় হঠাৎ পেছনের চাকা মাটিতে ফেঁসে বিকল হয়ে পড়ে। এ সময় সেখানকার রেল ক্রসিংয়ের দায়িত্বে থাকা সিগন্যাল ম্যান বিষয়টি কর্তৃপক্ষকে জানান। যার ফলে ওই সময় ঢাকামুখী সিরাজগঞ্জ কমিউটারসহ উত্তরাঞ্চলমুখী একাধিক ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আবুল খায়ের চৌধুরী জানান, উদ্ধারকারী দল গিয়ে বেলা ১১টার দিকে ট্রাকটি উদ্ধার করে। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরিফুল ইসলাম/এএমকে