চাঁদপুর শহরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় অভিযান চালিয়েছে সদর মডেল থানার পুলিশ। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২২ জনকে আটক করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ  জানায়, চাঁদপুর সদরের ছায়াবানী মোড়, মিশন রোডের মোড়, লেংটা বাড়ি সিএনজি স্টেশন, হাসান আলী মাঠ ও কালিবাড়ি প্লাটফর্ম সহ গুরুত্বপূর্ণ স্থানে এ অভিযান চালানো হয়। এসব এলাকা থেকে ২২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- আদীব (২০), মো. ফাহিম মিয়া (২০), মো. ইয়াছিন মিজি (১৮),  শাহাদাত হোসেন (২০), জুনায়েত তালুকদার (২০),  ইয়াছিন আরাফাত (২০), মো. জিহাদ গাজী (১৭), মো. জুয়েল (১৭), মো. আব্দুস সালাম (১৬),  সাইফ ইসলাম (১৬), রাশেদুল ইসলাম (১৬), মোহাইমিনুল ইসলাম, নাহিদুল ইসলাম (১৬), আল-আমিন (১৮), মাইনুর মিয়া (১৭), মো. রাব্বি (১৮), আলিফ বিন আজিজ (২৫),  মজিব মাহাবুব জ্যোতি (২৩), আল-আমিন (২৩), আব্দুর রহমান (২৫) ও মোকতাদির আহাম্মেদ (২৩)।

চাঁদপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে কিশোর অপরাধী সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই করে প্রকৃত অভিভাবকের নিকট কিশোর অপরাধের বিষয়ে কাউন্সেলিং করে ২১ জনকে মুচলেকা ও জিম্মায় দেওয়া হয়। একজন থানা হাজতে আটক আছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের  মামলা আছে। এজন্য তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে। 

তিনি আরও বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  বিশেষ করে সন্ধ্যার পর কোনো শিক্ষার্থী বিনা প্রয়োজনে বাসার বাইরে থাকলে ব্যবস্থা নেওয়া হবে ।

আনোয়ারুল হক/আরএআর