রাজবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন করেছেন এনসিপির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় পৌর মার্কেটের ২য় তলায় এনসিপির জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির রাজবাড়ী জেলার সদস্য আব্দুল্লাহ আল মামুন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, দেশ গড়তে এনসিপির জুলাই পদযাত্রার অংশ হিসেবে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ১৭ জুলাই রাজবাড়ী জেলায় পদযাত্রায় আসছেন। আমরা রাজবাড়ী জেলার সর্বস্তরের জনগণের উদ্দেশে বলতে চাই, চব্বিশের জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পরাজিত করার জন্য বাংলার ছাত্রজনতা যেভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সেই উদ্যম, ত্যাগ, অংশগ্রহণই আমাদের চূড়ান্ত বিজয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। আমাদের বলতে দ্বিধা নেই, এই বিপ্লবের দলমত নির্বিশেষে ধর্ম, বর্ণ, সংস্কৃতি, কৃষক, শ্রমিক, রিকশা, ভ্যানচালক এবং রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন ও অংশগ্রহণ ছিল। পুরো দেশজুড়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে দুর্বার দেয়াল গড়ে তুলেছিলেন আমাদের রাজবাড়ীর সাহসী জুলাই যোদ্ধারা। বিজয় অর্জনের পর অনেক জুলাই যোদ্ধা রাজনৈতিক মতাদর্শের কারণে দলছুট হলেও দেশের অস্তিত্বের প্রশ্নে এই বিপ্লবীরা এক এবং অভিন্ন। আর যেই বীরদের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ নির্মূলের লড়ায়ে নেমেছিলাম তাদের আগমন উপলক্ষে বিপ্লবী স্বাগতম জানাতে আমরা আবারও এক ও অভিন্ন হতে চাই।

প্রিয় বিপ্লবী যোদ্ধারা আপনাদেরকে একটা বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই, ফ্যাসিবাদ ব্যবস্থাপনার এখনো পতন হয়নি। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এখনো তাদের বিচরণ চোখে পড়ার মতো। এজন্যই আমাদের স্বপ্নের বাংলাদেশকে জনতার চাহিদা অনুযায়ী গড়ে তুলতে হলে আমাদের একত্রিত হয়ে কাজ করার কোনো বিকল্প নেই। দেশ গড়ার এই নতুন উদ্যোগে আমরা রাজবাড়ীবাসী স্বতঃস্পূর্ত অংশগ্রহণ চাই।

সংবাদ সম্মেলনে আব্দুল্লাহ আল মামুন বলেন, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ীতে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আগমন করবেন। জুলাই পদযাত্রার অংশ হিসেবে আমাদের রাজবাড়ীর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে বিকেল ৩টায় পথসভা অনুষ্ঠিত হবে। আমাদের এই পদযাত্রায় ১২ থেকে ১৪ হাজার লোকের সমাগম হবে। এই পদযাত্রার নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, খালেদ সাইফুল্লাহ, নাসিরউদ্দিনের পাটোয়ারসহ কেন্দ্রীয় নের্তবৃন্দরা থাকবেন।

নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়তো নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়। কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন ও বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে। আমরা কোনো ধরনের হুমকিতে ভীত নই।

সংবাদ সম্মেলনে রাজবাড়ীর এনসিপির সদস্য অ্যাড. নাজমুল হক, আল আজম, আব্দুল্লাহ আল মামুন, ইঞ্জি. গাজী জাহিদ হাসান, পলাশ খান আব্দুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব মো. রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম সদস্য সচিব, মো. সাঈদুজ্জামান সাকিবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে