গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বরিশালে এক ঘণ্টা ব্লকেড
গোপলগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদসভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল নথুল্লাবাদে ঢাকা-বরিশাল মহাসড়কে ব্লকেড কর্মসূচি পালন করছে ছাত্র-জনতা।
বুধবার (১৬ জুলাই) বেলা সাড়ে ৪টার দিকে সড়ক আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পরে সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
এনসিপির নেতা সাইফুল ইসলাম বলেন, গোপালগঞ্জে এনসিপির জাতীয় নেতৃবৃন্দের ওপর নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের হামলার ঘটনায় আমাদের এই কর্মসূচি। আমরা এই সন্ত্রাসী সংগঠনের বিচার চাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একই দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনেও ব্লকেড কর্মসূচি পালন করেন এনসিপির শিক্ষার্থীরা।
মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির শিকদার বলেন, বিকেল পৌনে ৬টার দিকে আন্দোলনকারী সড়ক ছেড়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে নথুল্লাবাদে পুলিশ কাজ করছে।
সৈয়দ মেহেদী হাসান/এএমকে