এনসিপির নেতাদের ওপর হামলার ঘটনায় মাদারীপুরের পদযাত্রা স্থগিত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় শহরের লেকেরপাড়ের স্বাধীনতা অঙ্গণের মঞ্চে উপস্থিত স্থানীয় নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
এর আগে, বিকেলে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জেলা শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে বিক্ষোভ মিছিল করেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
স্থানীয় এনসিপি নেতাকর্মী ও প্রশাসন সূত্রে জানা যায়, সারা দেশে পথযাত্রার অংশ হিসেবে বুধবার দুপুরে গোপালগঞ্জ থেকে মাদারীপুরে রওয়ানা দেন এনসিপির নেতারা। এ সময় তাদের ওপর হামলা চালায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার পর মাদারীপুরের সমাবেশ স্থগিত করা হয়। পরে সমাবেশের নতুন তারিখ পরে জানানো হবে বলে জানান তারা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাদারীপুরের সদস্য সচিব মাসুম বিল্লাহ বলেন, আজকে এই মাদারীপুরের মঞ্চে সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু গোপালগঞ্জের হামলার ঘটনার পর সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামীতে অন্য কোনো দিন এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশের নতুন তারিখ পরে জানানো হবে।
আকাশ আহম্মেদ সোহেল/এএমকে