এনসিপির সমাবেশে হামলা, ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কর্মসূচিতে হামলার প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে এ কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেয় জেলার এনসিপিসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এরপর সন্ধ্যা ৬টা পর্যন্ত শহরের কলেজ মোড় এলাকায় খুলনা বরিশাল মহাসড়কে অবরোধ ও বিক্ষোভে অংশ নেন তারা।
বিজ্ঞাপন
এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে এবং রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেন; পরে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিক্ষোভ মিছিল বের করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
প্রতিবাদ জানাতে আসা বক্তারা বলেন, আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে এনসিপির সভামঞ্চে হামলা চালায়। মাইক্রোফোন ও সাউন্ড সিস্টেম ভাঙচুর করে এবং পুলিশের গাড়িতেও আগুন ধরিয়ে দেয়। এ সময় পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়।
এ ঘটনার জেরে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান বক্তারা। তাদের কথায়, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি— এই হামলার বিচার না হলে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
মো. শাহীন আলম/ডিএ