নিখোঁজের পরের দিন পুকুরে মিললো কিশোরীর মরদেহ
মাদারীপুরের নিখোঁজের একদিন পর পুকুর থেকে লামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে জেলার রাজৈর উপজেলার পাইকপাড়া গ্রামের আব্দুল হক মাতুব্বরের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত লামিয়া একই গ্রামের মিজানুর রহমান মোল্লার মেয়ে। সে পাশের এলাকার নয়াকান্দি আলিয়া মাদরাসার নবম শ্রেণীর ছাত্রী।
বিজ্ঞাপন
পুলিশ, পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৬ জুলাই) বুধবার বিকেলে লামিয়ার মোবাইলে একটা কল আসে। এ সময় কারো কাছে কিছু না বলে বাড়ি থেকে বের হয় লামিয়া। এরপর আর বাড়িতে ফিরেনি। রাতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পায়নি পরিবারের লোকজন। বৃহস্পতিবার সকালে জমিতে পাট কাটতে গিয়ে পুকুরে লামিয়ার মরদেহ ভাসতে দেখে শ্রমিকরা। সঙ্গে সঙ্গে পরিবারের লোকজনকে জানায় এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে রাজৈর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
নিহত লামিয়ার মা রেভেবা ও দাদা সানু মোল্লা জানান, লামিয়া একটি ছেলের সাথে প্রায় মোবাইলে কথা বলতো। বুধবার বিকালে একটি ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে পাট কাটা শ্রমিকরা গলায় ওড়না পেঁচানো অবস্থায় লামিয়ার মরদেহ পুকুর পাড়ে ভাসতে দেখে আমাদের খবর দেয়।
বিজ্ঞাপন
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।
আকাশ আহম্মেদ সোহেল/এনটি