নাটোরের সদর উপজেলার চকরামপুরে সড়ক দুর্ঘটনায় মো. অপু (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। অপু শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ছোট ভাগ্নিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হলে দ্রুতগতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অপুর মৃত্যু হয়। 

গুরুতর আহত অবস্থায় তার ভাগ্নি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনার পর চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে।

ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান জানান, ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে, তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এমএসএ