বিজিবির ধাওয়ায় সোনার বারসহ মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে দুটি স্বর্ণের বার উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এ সময় চোরাকারবারি পালিয়ে গেলেও তার ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ মেদিনীপুর বিওপির একটি টহল দল। রাতে ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, নায়েব সুবেদার মো. ফারুক হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগরের গয়েশপুর কাদাবাগান এলাকায় অভিযান পরিচালনা করে। ৬৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করলে চালক বিজিবির উপস্থিতি টের পেয়ে সেটি ফেলে পালিয়ে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তীতে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা।
বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণ জেলা প্রশাসনের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।
আফজালুল হক/এমএসএ