নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ফেনীতে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে হান্নান হোসেন (২৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকালে শহরের শহীদ শহিদুল্লা কায়সার সড়কের হোম প্লাসের ভবনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত হান্নান নোয়াখালীর চর জব্বর উপজেলার উত্তর সুবর্ণচর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
পুলিশ সূত্র জানায়, হান্নান ফেনীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতো। প্রতিদিনের মতো সকালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করতে ওঠেন তিনি। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ১০ তলা ভবন থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
ফেনী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তারেক চৌধুরী/আরকে