সাতক্ষীরায় পানিতে ডুবে ৫ বছরের শিশুর মৃত্যু
সাতক্ষীরায় বাড়ির পাশে খেলার সময় ডোবার পানিতে ডুবে রাসেল (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সদর উপজেলার দেবনগর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
রাসেল দেবনগর গ্রামের মতিউর রহমানের ছোট ছেলে। পারিবারিক সূত্র জানায়, প্রতিদিনের মতো রাসেল সকালে বাড়ির পাশের শিশুদের সঙ্গে খেলাধুলা করে। খেলা শেষে সবাই বাড়ি ফিরে আসলেও রাসেল আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের দিকে বাড়ির পাশে একটি ডোবায় তার মরদেহ ভেসে উঠতে দেখা যায়।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক কবরস্থানে শিশুটির মরদেহ দাফন করা হয়। হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিজ্ঞাপন
ইব্রাহিম খলিল/এমটিআই