ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ
হাসপাতালের নির্মাণকাজে চাঁদা দাবি, চাঁদাবাজদের বিরুদ্ধে পুলিশের মামলা
রাজবাড়ী সদর হাসপাতালের ২৫০ শয্যার নির্মিত নতুন ভবনের লিফট স্থাপনের কাজ চলাকালীন কতিপয় চাঁদাবাজদের চাঁদা না দেওয়ায় নির্মাণকাজ ব্যহত হয়। এরপর ঠিকাদার ও গণপূর্ত বিভাগ নিরাপত্তার অজুহাতে মামলা দিতে অনীহা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
এর আগে ‘চাঁদা না দেওয়ায় রাজবাড়ীতে হাসপাতালের লিফটের কাজ বন্ধ’ এই শিরোনামে গত সোমবার (২১ জুলাই) আনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে সংবাদ প্রকাশের পর জেলাজুড়ে ব্যাপক আলোচনায় আসে নিউজটি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমেও নিউজটি নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
নিউজ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। এরপর গত সোমবার (২১ জুলাই) বিকেলে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের হয়।
জানা গেছে, সদর থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক(এসআই) মো. সোহেবুর রহমান। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত নামাদের। সেই মামলার কপি হাতে এসেছে এই প্রতিবেদকের কাছে।
বিজ্ঞাপন
মামলায় সদর থানার উপ-পরিদর্শক মো. সোহেবুর রহমান উল্লেখ করেন, গত ২১ জুলাই আমি সঙ্গীয় ফোর্স সহ সরকারি পিকআপ যোগে রাজবাড়ী সদর থানা এলাকায় মোবাইল ডিউটি করাকালে সকাল ১১ টার দিকে বড়পুল মোড়ে অবস্থান করাকালে থানার অফিসার ইনচার্জ সাহেব মোবাইল ফোনে জানান যে সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনের নির্মাণ কাজে বাধা সৃষ্টি করে কে বা কারা চাঁদা দাবী করেছে কিনা? বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন।
এই সংবাদের পরিপ্রেক্ষিতে এসআই সোহেবুর রহমান ফোর্সসহ সেখানে গিয়া সেখানকার কাজে নিয়জিত লিফট টেকনিশিয়ান মো. মোশারফ হোসেন ও ইঞ্জিনিয়ার মো.ফারুক হোসেনসহ উপস্থিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসবাদে তারা জানায় আপতত কোনো সমস্যা নাই তবে গত ১৯ জানুয়ারি দুপুর আড়াইটার দিকে ৮/১০ জন ব্যক্তি বেআইনী জনতায় দলবদ্ধ হয়ে অনধিকার প্রবেশ পূর্বক সদর হাসপাতালের নির্মাণাধীন নতুন ভবনে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাদের কাছে বিভিন্ন অংকের টাকা চাঁদা দাবি করেছিল। কিন্তু তারা চাঁদা দিতে অস্বীকার করে। তখন তারা তাদেরকে প্রাণ নাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে পুনরায় চাঁদা নিতে আসবে মর্মে হুমকি প্রদান করে। বিষয়টি নিয়ে ভবন নির্মাণে নিয়োজিত কর্তৃপক্ষকে মামলা দায়ের করতে বললে তারা নিরাপত্তার অজুহাত দেখিয়ে মামলা করবে না বলে জনান। ফলে আমি থানায় হাজির হয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে পেনাল কোড আইনের ১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ ধারায় এজাহার দায়ের করলাম।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, গণপূর্ত বিভাগ ও ঠিকাদার প্রতিষ্ঠান মামলা দিতে অনীহা প্রকাশ করায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে মামলা দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।
এর আগে, গত রোববার (২০ জুলাই) সকাল ১০টায় রাজবাড়ীর অফিসার ক্লাবে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় সদর হাসপাতাল নির্মাণকাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক।
গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে।ঠিকাদারের লোকজন ভয়-ভীতির মধ্যে আছেন।এসময় তিনি জানান চাঁদা না দেওয়ার কারণে ব্যাহত হচ্ছে ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালের নির্মাণ কাজ।এ নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক সমালোচনা হয়।ক্ষোভ প্রকাশ করেন ক্ষোদ জেলা প্রশাসক।
মীর সামসুজ্জামান সৌরভ/আরকে