মাইলস্টোন ট্র্যাজেডি
মা ও বোনের ইচ্ছায় ঢাকাতেই জারিফের দাফন সম্পন্ন
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত জারিফ ফারহানের (১৩) দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৬ জুলাই) বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টর খাল পাড় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
বিজ্ঞাপন
এর আগে, সকাল ৯টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।
মৃত জারিফের বাবা মো. হাবিবুর রহমান লিটন বলেন, আজ (শনিবার) বাদ জোহর উত্তরার ১২ নম্বর সেক্টরের খাল পাড় জামে মসজিদে জারিফের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে পার্শ্ববর্তী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জানাজা ও দাফনের সময় বিমানবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দেশবাসীর কাছে আমার জারিফের জন্য দোয়া চাই। আল্লাহ যেন ওকে বেহেশত নসীব করেন।
বিজ্ঞাপন
পরে বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ ফারহানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি শ্রদ্ধা জানায় বিমানবাহিনী। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিমানবাহিনী তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে। একইসঙ্গে, পরিবারকে সব ধরনের সহায়তা প্রদানে বিমানবাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলেও আশ্বস্ত করা হয়।
জারিফের পরিবারের সূত্রে জানা গেছে, প্রতিদিন সকালে জারিফের মা তাকে স্কুলে রেখে আসতেন। ঘটনার দিনও স্কুলে রেখে বাসায় চলে আসেন তিনি। জারিফের একাই বাসায় ফেরার কথা ছিল সেদিন।
আরও পড়ুন
স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জারিফের পরিবার। কিন্তু কোথাও পাওয়া যাচ্ছিল না জারিফকে। পরে দুপুর আনুমানিক ২টার দিকে উত্তরার একটি বেসরকারি হাসপাতাল থেকে তার বাবা হাবিবুর রহমান লিটনকে ফোন করে জানানো হয়, জারিফকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এবং তার অবস্থা গুরুতর। তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। এরপরই বাবাকে নিয়ে জারিফের পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। জারিফের শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল। গত মঙ্গলবার বিকেল থেকেই আইসিইউতে ছিল জারিফ।
এর আগে, গত সোমবার (২১ জুলাই) বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজেআই বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের ১২ মিনিটের মাথায় ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে।
মীর সামসুজ্জামান সৌরভ/এএমকে