রংপুরের মিঠাপুকুরে ছেলের কুঠার আঘাতে মোংলা কুজুর (৬০) নামে এক দিনমজুর বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে ছেলে জীবন কুজুর পালিয়ে রয়েছেন। শনিবার (১২ জুন) দুপুরে এ ঘটনায় নিহতের চাচাতো ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলায় করেন।

উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের রামেশ্বপাড়া আদিবাসীপল্লীতে এ ঘটনাটি ঘটে বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেন মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর বাসিন্দা মোংলা কুজুর স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। পারিবারিক বিরোধ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার (১১ জুন) বিকেলে মোংলা কুজুর নিজ ঘরে ঘুমিয়ে পড়লে ছেলে জীবন ঘুমন্ত অবস্থায় তার বাবার মাথায় কুঠার দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই মোংলা কুজুরের মৃত্যু হয়। এ ঘটনার একদিন পর নিহতের চাচাতো ভাই আতুল কুজুর বাদী হয়ে হত্যা মামলা করেন।

মিঠাপুকুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকেই আসামি জীবন কুজুর পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

ফরহাদুজ্জামান ফারুক/আরএআর