উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ঠ নিন্মচাপের প্রভাবে নদী উত্তাল থাকায় ভোলার ১০টি অভ্যন্তরীণ নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেন ভোলা নদী বন্দরের ট্রাফিক কর্মকর্তা মো. জসিম উদ্দিন।

লঞ্চ চলাচল বন্ধ থাকা ১০টি নৌরুটের মধ্যে রয়েছে, চরফ্যাশন-ঢাকা, হাতিয়া-ঢাকা, মনপুরা-ঢাকা, তজুমদ্দিন-মনপুরা, দৌলতখান-আলেকজান্ডার, ইলিশা-লক্ষীপুরের মজুচৌধুরী ঘাটসহ অন্যান্য রুট।

তবে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে, ভোলার খেয়াঘাট-ঢাকা, ইলিশা- ঢাকা, বোরহানউদ্দিন-ঢাকা, লালমোহন-ঢাকা, ঘোষেরহাট-ঢাকা ও ভেদুরিয়া-বরিশাল রুটে।

জসিম উদ্দিন বলেন, সোমবার দুপুর সোয়া ২টা থেকে বৈরী আবহাওয়ায় নদী উত্তাল থাকায় ভোলার অভ্যন্তরীণ ১০টি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়। তবে অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ৩ নম্বর সতর্ক সংকেত চলমান রয়েছে, সংকেত বাড়লে বাকি রুটেও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হবে।

ভোলা আবহাওয়া অফিসের প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষক মো. মনিরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে ভোলায় ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। আগামী ২ আগস্ট পর্যন্ত বৈরী আবহাওয়া বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া মাছধরার সব নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

মো. খাইরুল ইসলাম/এএমকে