খুলনায় ৭ দিনের বিধিনিষেধে যা মানতে হবে
খুলনায় করোনাভাইরাসের সংক্রমণ উর্দ্ধমুখী। প্রতিদিনই বাড়েছ আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত দুদিনে খুলনা জেলায় করোনার সংক্রমণের হার ছিল ৩৪ থেকে ৩৫ শতাংশ। ফের চাপ বেড়েছে হাসপাতালেও।
হাসপাতালে ধারণক্ষমতার বাইরে রোগী ভর্তি রয়েছে। এ অবস্থায় খুলনাজুড়ে এক সপ্তাহের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। রোববার (১৩ জুন) খুলনা জেলা ও মহানগরীতে বিধিনিষেধ শুরু হয়ে চলবে ১৯ জুন পর্যন্ত।
শনিবার (১২ জুন) খুলনা জেলা প্রশাসক এবং করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি হেলাল হোসেন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে জারি করেছেন। খুলনায় করোনাভাইরাসের প্রাদুর্ভাব বৃদ্ধির কারণে প্রতিরোধ কমিটির সভায় এ বিধিনিষেধ আরোপ করা হয়।
বিজ্ঞাপন
বিধিনিষেধ অনুযায়ী, সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দোকানপাট, মার্কেট, শপিংমল ও হোটেলসমূহ খোলা থাকবে। তবে মার্কেটের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থ্য রাখতে হবে। ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’ এই সতর্কবাণী অবশ্যই দৃশ্যমান স্থানে রাখতে হবে।
এছাড়া দোকানসমূহে ক্রেতা ও বিক্রেতাদের অবশ্যই মাস্ক পরিধান করতে হবে এবং দুইজনের মধ্যে তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। হোটেল-রেস্তোরাগুলো প্যাকেটজাত খাবার সরবরাহ করতে পারবে। ওষুধের দোকান সার্বক্ষণিক খোলা রাখা যাবে।
বিজ্ঞাপন
কেসিসি সন্ধ্যা বাজার ও সোনাডাঙ্গা ট্রাকস্ট্যান্ড-সংলগ্ন পাইকিরি কাঁচাবাজার রাত নয়টা পর্যন্ত খোলা রাখা যাবে। বেবি ট্যাক্সি ও ব্যাটারিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহনে অর্ধেকের বেশি যাত্রী বহন করতে পারবে না। চালকসহ প্রত্যেক যাত্রীদের মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
মোহাম্মদ মিলন/এমএসআর