মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধস্তের ঘটনায় নিহত লামিয়া আক্তার সোনিয়ার সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সাভারের বিরুলিয়া ইউনিয়নের বাগ্নীবাড়ি এলাকায় কেন্দ্রীয় কবরস্থানে নিহত লামিয়ার সামাধিতে সম্মান ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করে বিমান বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে উইং কমান্ডার আব্দুস বাসেদের নেতৃত্বে এক দল বিমান বাহিনী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এসময় উইং কমান্ডার আব্দুস বাসেদ বলেন, আমি বিমান বাহিনীর পক্ষ থেকে মরহুমা লামিয়া আক্তারের কবরে পুষ্পস্তবক অর্পণের জন্য এসেছি। ২১ জুলাই বিমান দুর্ঘটনায় স্কুলে শিক্ষক, কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও পাইলট শাহাদৎ বরণ করেছে। আমরা অন্তত দুঃখ ভরাক্রান্ত। বাংলাদেশ বিমান বাহিনীর এমন কোনো ঘটনা আগে ঘটেনি বলে জানান তিনি।

উল্লেখ, ২১ জুলাই রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসাইন জাইরা বেঁচে গেলেও মৃত্যু হয় তার মা লামিয়া আক্তার সোনিয়ার। কিন্তু মরদেহ আগুনে পুড়ে যাওয়ায় ডিএনএ টেস্ট করে ২৪ জুলাই নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লোটন আচার্য্য/আরকে