সীমানা পরিবর্তনের প্রতিবাদে শ্যামনগরে বিএনপির বিক্ষোভ
সাতক্ষীরা-৪ আসনের সীমানা পরিবর্তনের খসড়া সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা বিএনপি।
বুধবার (৩০ জুলাই) রাতে উপজেলা সদরে তাৎক্ষণিক এই কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি শ্যামনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিজ্ঞাপন
সমাবেশে বক্তারা বলেন, সীমানা পরিবর্তনের নামে একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধা দেওয়ার অপচেষ্টা চলছে। এতে জনগণের ভোটাধিকার খর্ব হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তারা আরও বলেন, শ্যামনগর দেশের বৃহত্তম ও দুর্যোগপ্রবণ উপজেলা। অপরদিকে আশাশুনিও একই ধরনের দুর্বল অবকাঠামোর ভুক্তভোগী। ভৌগোলিক বিচ্ছিন্নতা ও যোগাযোগ সমস্যার কারণে দুটি উপজেলাকে এক আসনে আনা অযৌক্তিক ও জনবিরোধী।
সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলায়মান কবির, জেলা আহ্বায়ক কমিটির সদস্য জি.এম. লিয়াকত আলী এবং শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির।
নেতারা অবিলম্বে খসড়া বাতিল করে পূর্বের সীমানা পুনর্বহালের দাবি জানান। অন্যথায় শুধু শ্যামনগর নিয়ে পৃথক আসন ঘোষণার দাবি তোলেন।
নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া অনুযায়ী সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের মধ্যে দুটি—সাতক্ষীরা-৩ ও সাতক্ষীরা-৪ এর সীমানা পরিবর্তন করা হয়েছে। এতে সাতক্ষীরা-৩ গঠিত হয়েছে কালিগঞ্জ ও দেবহাটা নিয়ে, আর সাতক্ষীরা-৪ এ রাখা হয়েছে শ্যামনগর ও আশাশুনি উপজেলা।
খসড়া প্রকাশের পরপরই শ্যামনগরজুড়ে শুরু হয়েছে ক্ষোভ-বিক্ষোভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া। স্থানীয়রা বলছেন, জনমত উপেক্ষা করে এমন সিদ্ধান্ত গ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।
ইব্রাহিম খলিল/এআইএস