লঞ্চ মালিক এমএ বারী খান আর নেই
ঢাকা-চাঁদপুর নৌপথে চলাচলকারী রফ রফ ও নিউ আল বোরাক লঞ্চের মালিক এমএ বারী খান (৮১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (১ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর মিরপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
বিজ্ঞাপন
মরহুমের ছেলে জাবের আহমেদ মুন্না খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জাবের আহমেদ মুন্না খান বলেন, আমার বাবা এম এ বারী খান দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিলেন। আজ সকালে তিনি মারা গেছেন। বাবার প্রথম জানাজা ঢাকার বাসার কাছে আজ বাদ মাগরিব অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা আগামীকাল শনিবার বাদ জোহর চাঁদপুর রেলওয়ে বাইতুল আমীন জামে মসজিদে হবে। পরে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক কবরের স্থানে দাফন করা হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আমার বাবার সঙ্গে চাঁদপুরের মানুষ দীর্ঘদিন ছিলেন, তাকে চেনেন। বাবা আমাদের থেকে আপনাদের বেশি সময় দিতেন। বাবা যদি কোনো ভুল করে থাকেন তাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। সবাই দোয়া করবেন। এছাড়া আমার মাও অসুস্থ। মায়ের জন্যও সবাই দোয়া করবেন।
এম এ বারী খান চাঁদপুর ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা সদস্য, দাতা ও পরিচালনা পর্ষদের আজীবন সদস্য, চাঁদপুর রোটারী ক্লাবের সাবেক সদস্য, চাঁদপুর রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদের সভাপতি, মেসার্স রাকিব ওয়াটার ওয়েজ (রফ রফ-১-২-৭ ও আল বোরাক লঞ্চ)-এর স্বত্বাধিকারী ছিলেন। তার বাড়ি চাঁদপুর শহরের বড় স্টেশন নিশি বিল্ডিং এলাকায়। তিনি ঢাকার কল্যাণপুর-পাইকপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চাঁদপুর নদীবন্দর কর্মকর্তা বশির আলী খান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানিয়েছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
আনোয়ারুল হক/এএমকে