বাবা সৌদি প্রবাসী মোহাম্মদ বদিউল আলম ছোট ছেলের আবদার পূরণ করতে কিনে দিয়েছিলেন মোটরসাইকেল। তবে সেই শখের মোটরসাইকেলে বাড়ি ফেরা হলো না মারেফুল ইসলাম শিহাবের (২০)। 

শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পেকুয়ার পার্শ্ববর্তী চকরিয়ার বরইতলী ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় শিহাব নিহত হয়। তিনি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের সাবেক গুলদী (৬নং ওয়ার্ড) এলাকার প্রবাসী মোহাম্মদ বদিউল আলমের ছেলে। 

পুলিশ প্রত্যক্ষদর্শীর বরাতে জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান শিহাব। দেড়শ মিটার অদূরের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় তার মোটরসাইকেল। স্থানীয়রা উদ্ধার করে তাকে পেকুয়া হাসপাতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কান্নাজড়িত কণ্ঠে শিহাবের বড় ভাই ইকবাল মোহাম্মদ সাকিব (২৫) বলেন, আমার ভাই বাড়ি ফিরছিল, ঘটনার কিছুক্ষণ আগেও কথা বলেছি। বাইকটি সে খুব শখ করে নিয়েছিল। জানিনা কিভাবে এমন হলো?

চকরিয়া থানার মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, মস্তিষ্কের রক্তক্ষরণে ঘটনাস্থলেই শিহাব মারা যায়। তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল হারবাং পুলিশ ফাঁড়ির হেফাজতে আছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আরকে