চেয়ারম্যান আত্মগোপনে, শেরপুরের চার ইউনিয়নে প্রশাসক নিয়োগ
আত্মগোপনে থাকা ৪ চেয়ারম্যান
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চারটি ইউনিয়নে নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের দীর্ঘ অনুপস্থিতির কারণে প্রশাসক নিয়োগ দিয়েছে জেলা প্রশাসন। রাজনৈতিক মামলায় আত্মগোপনে চলে যাওয়া চার চেয়ারম্যানের শূন্যতা পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
প্রশাসক নিয়োগ দেওয়া ইউনিয়নগুলো হলো- ২নং নন্নী, ৫নং রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া, ১০নং যোগানিয়া এবং ১১নং বাঘবেড় ইউনিয়ন এবং নিয়োগপ্রাপ্ত চার প্রশাসক হলেন- নন্নী ইউনিয়নে ভেটেরিনারি সার্জন সাকিব হোসেন সাগর, রামচন্দ্রকুড়া মন্ডলিয়াপাড়া ইউনিয়নে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের উপজেলা ব্যবস্থাপক মুহাম্মদ সোলায়মান, যোগানিয়া ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মওদুদ আহমেদ, বাঘবেড় ইউনিয়নে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ারুল কবির।
বিজ্ঞাপন
বুধবার (৬ আগস্ট) জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখা কর্তৃক জারিকৃত আদেশে বলা হয়, দীর্ঘদিন ধরে চেয়ারম্যানদের অনুপস্থিতির ফলে প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমেও স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় জটিলতা তৈরি হয়েছে। এতে নাগরিক সেবা এবং সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছিল। ফলে উক্ত ইউনিয়নগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনে জড়িত থাকার অভিযোগে ও শিক্ষার্থী হত্যা মামলার আসামি হওয়ায় চার চেয়ারম্যানই আত্মগোপনে চলে যান।
অভিযোগ রয়েছে, অনুপস্থিত চেয়ারম্যানরা দলীয় কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং সহিংস ঘটনার পরপরই এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান, ফলে ইউনিয়ন পরিষদগুলো কার্যত অচল হয়ে পড়ে।
নাইমুর রহমান/আরকে