হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে গেল আসামি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে এক মাদক মামলার আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোররাতে এ ঘটনা ঘটে। ইউসুফ খুলনা নগরীর খালিশপুর থানার আলমনগর মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম শাহজাহান হাওলাদার।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করে খালিশপুর থানা পুলিশ। ওই রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
বিজ্ঞাপন
হাসপাতাল সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর ইউসুফ বুকে ব্যথার কথা জানালে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে ভর্তি করা হয়। ওই সেলে তখন আরও একজন আসামি মাকসুদ আলম চিকিৎসাধীন ছিলেন। ভোররাতে মাকসুদ বাথরুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সেলের তালা খুলে তাকে নিয়ে যান। তবে অসাবধানতাবশত প্রিজন সেলের দরজার তালা বন্ধ করতে ভুলে যান তিনি। এই সুযোগে ইউসুফ সেল থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর মাকসুদকে ফেরত এনে পুলিশ দেখতে পায় ইউসুফ সেখানে নেই।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তারেক বলেন, প্রিজন সেলের এক পাশে কারারক্ষীদের অবস্থান থাকলেও মূল গেটটিতে তালা ছিল না। এই সুযোগে ইউসুফ পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে। এ ঘটনায় দায়িত্বরতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
মোহাম্মদ মিলন/আরএআর