সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। হস্তান্তরকৃতদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে তাদের মধ্যে দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ১৪ জনের যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার হাকিমপুর চেকপোস্ট এলাকায় অবৈধ অনুপ্রবেশের দায়ে বিএসএফ ১৬ জন বাংলাদেশিকে আটক করে। তারা সবাই বাংলাদেশে ফিরছিলেন, কিন্তু কারো পাসপোর্ট ছিল না।

বিষয়টি নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া কোম্পানির কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বিজিবির পক্ষে ছিলেন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম। বৈঠকের পর সীমান্তের জিরো পয়েন্টে বিএসএফ ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।

ওই রাতেই বিজিবির সদস্যরা সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এতে তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মো. হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম মামলার বাদী ছিলেন। তারা মোট ১৬ জনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি কর্তৃক হস্তান্তরকৃত ১৬ জনের মধ্যে বৃহস্পতিবার সকালে দুইজনকে পরিবারের কাছে দেওয়া হয়েছে। বাকিদের যাচাই-বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

জানা গেছে, হস্তান্তরকৃতদের বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলার বিভিন্ন এলাকায়।

ইব্রাহিম খলিল/আরএআর