জয়পুরহাটে পৃথক দুটি যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হওয়ায় দুই বাদীর জরিমানা করেছেন আদালত। জরিমানার অর্থ পরিশোধ না করলে তাদের কারাদণ্ড দেওয়া হয়। তবে জরিমানা পরিশোধ করে ছাড়া পেয়েছেন দুই বাদী। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট আদালতের পরিদর্শক আবু বকর সিদ্দিক ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়ে একটি মামলার বাদী নুদার সুলতানা লিজাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর মামলার বাদী হানিফা খাতুনকে দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম হাস্তাবসন্তপুর মহল্লার বাসিন্দা নুদার সুলতানা লিজার সঙ্গে স্বামী মাহফুজুর রহমানের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর তিনি দশ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে মামলা করেন। সাক্ষ্য-প্রমাণে মামলা মিথ্যা প্রমাণিত হলে আসামি মাহফুজুর রহমানকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেন আদালত।

অন্যদিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হানিফা খাতুন এক লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন। আদালতে সাক্ষ্য-প্রমাণে মামলাটি মিথ্যা হওয়ায় আসামিকে অব্যাহতি এবং বাদীকে শাস্তি দেওয়া হয়।

চম্পক কুমার/আরকে