গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় থানায় মামলা
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা রুজু হয়েছে।
শুক্রবার (৮ আগস্ট) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় মামলাটি দায়ের করেন নিহতের ভাই মো. সেলিম।
বিজ্ঞাপন
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি’র উপ-কমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হয়েছে। নিহতের বড় ভাই বাসন থানায় মামলাটি দায়ের করেন বলে তিনি জানান।
তিনি আরও জানান, ইতোমধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বুধবার সন্ধ্যা ৭টার দিকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি চান্দনা চৌরাস্তা মোড়ে এক নারীর সঙ্গে বিবাদে জড়ায়। বাদশা মিয়া নারীকে আঘাত কারার পর এক দল দুর্বৃত্ত ওই নারীর পক্ষ নিয়ে ধারালো চাপাতি হাতে বাদশা মিয়াকে আঘাত করে। এ সময় বাদশা মিয়া দৌড়ে পালিয়ে যায়। আর এ ঘটনাটি রাস্তার পাশ থেকে মোবাইল ফোনে ভিডিও চিত্র ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। সন্ত্রাসীরা তাকে ধাওয়া দেয়। তুহিন দৌড়ে পালাতে থাকে। সন্ত্রাসীরাও তুহিনের পিছু নিয়ে ধাওয়া করে। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তুহিনের মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
আরকে