শ্রীপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ছুরিকাঘাতে জুয়েল (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকায় রাকিব (২৫) ও রবিন (২৭) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্ত মাখা ছুরি উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে গল্প ছড়ার চা ঘর নামে অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় কয়েকজন যুবক। চটের বিছানায় ঘুমানো নিয়ে জুয়েলের সঙ্গে রাকিব ও রবিনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রাকিব, জুয়েলের বুকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে স্থানীয়রা জুয়েলকে উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেয়। সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে জুয়েলের উন্নত চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ওসি জানান, খবর পেয়ে মাওনা চৌরাস্তায় টহলরত পুলিশ দুইজনকে আটক করে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আরএআর