সিলেটের গোলাপগঞ্জে ছুরিকাঘাতে রনি হোসাইন (৩২) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শনিবার (৯ আগস্ট) মধ্যরাতে পৌরসদরের কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রনি উপজেলার আমুড়া এলাকার মৃত আজির উদ্দিনের ছেলে ও স্থানীয় যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে গোলাপগঞ্জ পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট দেন। ধারণা করা হচ্ছে, এর জের ধরেই হত্যাকাণ্ডটি ঘটেছে।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লা বলেন, হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। তবে হত্যার সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মাসুদ আহমদ রনি/আরকে