জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আইন প্রণয়ন করে গুপ্ত রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

সোমবার (১১ আগস্ট) দুপুরে সিলেটের মুরারীচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, একাত্তরের মানবতাবিরোধী রাজনীতিতে বিশ্বাসীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্র সমাজের নৈতিক দায়িত্ব। অতীতে ছাত্র রাজনীতির কার্যক্রম বিশেষত ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সাধারণ শিক্ষার্থীরা এখনও আতঙ্কিত, তারা এখনও ট্রমার মধ্যে রয়েছে। তাই অনেক সাধারণ শিক্ষার্থীর মধ্যে ছাত্র রাজনীতি নিয়ে এক ধরনের অনীহা আছে। কিন্তু বাংলাদেশ ছাত্রদল ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষাবান্ধব রাজনীতি চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে এখনও নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা সক্রিয় রয়েছে। আমরা কাউন্সিলের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। ইতোমধ্যে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাউন্সিলিং করছি। বিগত ১ বছর ছাত্রদলের দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ৫ আগস্টের পরে কয়েকটি ঘটনা ঘটেছিল, কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি।

উল্লেখ্য, দীর্ঘ ২১ বছর পর আজ সিলেট এমসি কলেজ ছাত্রদলের কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। দুপুরে উদ্বোধনের পর কলেজের কেন্দ্রীয় মিলনায়তনে শুরু হয় সম্মেলন। এমসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সেলিম আহমদ সাগরের সভাপতিত্বে এতে ছাত্রদলের কেন্দ্রীয় ও সিলেটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

মাসুদ আহমদ রনি/এএমকে