‘আমার ভাতিজা আমাকে বাচাঁতে গিয়েছিল’
ময়মনসিংহের মুক্তাগাছায় ডিস ব্যবসার দ্বন্দ্বের জের ধরে স্থানীয় প্রভাবশালী একটি চক্র ‘মব’ সৃষ্টি করে মো. ফাহিম (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ নিয়ে নিহতের পরিবারের আহাজারি সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়।
বিজ্ঞাপন
এর আগে সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার মানকোন ইউনিয়নের বোড ঘর মোড় এলাকায় প্রকাশ্যে নিহত যুবককে মারপিট করে মারাত্মক জখম করা হয়।
নিহত ফাহিমের বাবা মো. ফরহাদ হোসেনের অভিযোগ, ডিস ব্যবসা নিয়ে আমার ভাই মজনুকে মারধর করছিল ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলামের ক্যাডার সজীব, রাসেলসহ তাদের লোকজন। এ সময় আমার ছেলে চাচাকে বাঁচাতে গেলে তাকে পিটিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পর ছেলেকে হাসপাতালে ভর্তি করার একদিন পর (আজ) মারা গেছে। আমি ছেলে হত্যার বিচার চাই।
বিজ্ঞাপন
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন মানকোন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা। তিনি বলেন, ঘটনার সময় আমি উপজেলার রেজিস্ট্রি অফিসে ছিলাম। পরে শুনেছি সজীব ও রাসেলদের সঙ্গে ফাহিমের মারপিট হয়েছে। তিনি আরও বলেন, আমি চেয়ারম্যান এবং বিএনপির ইউনিয়ন সেক্রেটারি, আমার সঙ্গে অনেকেই চলতে পারে। তাই বলে এ ঘটনায় আমাকে জড়ানো অন্যায়, আমি এই বিষয়ে কিছু জানি না।
নিহতের চাচা মজনু বলেন, আমার ভাতিজা আমাকে বাচাঁতে গিয়েছিল। কিন্তু আমরা আওয়ামী লীগ করি অভিযোগ তুলে তাকে বেধরক মারপিট করার কারণে আজ সে মারা গেছে। আমি আমার ভাতিজা হত্যার বিচার চাই।
এ বিষয়ে মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র ঘোষ ঢাকাপোস্টকে খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল মারধরে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ফাহিম (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুনেছি ডিস ব্যবসার দ্বন্দ্বে এই ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলছে, বিস্তারিত পরে জানা যাবে।
আমান উল্লাহ আকন্দ/এমএএস