খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালানো আসামি ইউসুফ হাওলাদারকে (২৫) ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুরে খালিশপুর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নগরীর আলমনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার ইউসুফ হাওলাদার খালিশপুর আলমনগর এলাকার মৃত শাহজাহান হাওলাদারের ছেলে।
 
খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৬ আগস্ট খালিশপুর থানা পুলিশ মাদক মামলায় আসামি ইউসুফ হাওলাদারকে গ্রেপ্তার করে। রাতে ইউসুফ বুকে ব্যথা অনুভব করলে তাকে চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মোতাবেক তাকে প্রথমে মেডিসিন ওয়ার্ডে ভর্তি এবং পরবর্তীতে প্রিজন সেলে রাখা হয়। পরবর্তীতে ৭ আগস্ট ভোর রাতে ইউসুফ হাওলাদার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে পালিয়ে যান। তার বিরুদ্ধে খালিশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পাশাপাশি পুলিশ হেফাজত থেকে পালানোর অভিযোগে সোনাডাঙ্গা মডেল থানার মামলা করা হয়েছে। 

মোহাম্মদ মিলন/আরএআর