বিএনপি নেতার মন্তব্য
প্রথম আমরাই সংস্কার চেয়েছি তখন অন্য কেউ সংস্কার চায়নি
বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। যতদিন বাংলাদেশ থাকবে, সংস্কার চলতেই থাকবে। তবে সংস্কারের অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত করার সুযোগ নেই। প্রথম সংস্কারের দাবি তুলেছিলাম আমরাই, তখন অন্য কেউ তা চায়নি।
বুধবার (১৩ আগস্ট) নরসিংদীর বেলাব উপজেলার বেলাব সদর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এই কর্মসূচি ছিল তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে।
বিজ্ঞাপন
জুয়েল বলেন, আমরা যদি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসতে পারি, তাহলে তারেক রহমানের ৩১ দফার আলোকে রাষ্ট্র বিনির্মাণ করবো। দীর্ঘ ১৬ বছর মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের নামে শেখ হাসিনা নাটক করেছেন। বিএনপির হাজারো নেতাকর্মী ভোটাধিকার প্রতিষ্ঠায় কারাবরণ করেছেন। যতবার জিয়া পরিবার সংকটে পড়েছে, ততবার বিএনপিও সংকটে পড়েছে। এসব সংকট কাটিয়ে উঠেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি অভিযোগ করে বলেন, দেশে গুম, হত্যা ও নির্যাতন হয়েছে; তবুও আমরা প্রতিশোধপরায়ণ হইনি। বরং হামলা-মামলার মধ্য দিয়েই বিএনপি আরও শক্তিশালী হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস.এম. শৈবাল হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস.এম. শাজাহান, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মো. কয়েস মিয়াসহ অনেকে।
তন্ময় সাহা/এমএসএ