গলায় চানাচুর আটকে প্রাণ গেল শিশুর
জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুমাইয়া খাতুন নামে ১১ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার কোনাবাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সুমাইয়া পৌরসভার মাইজবাড়ী এলাকার সাইদুল রহমানের মেয়ে।
পারিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিশু সুমাইয়াকে নিয়ে তার মা নানীর বাড়ি বেড়াতে যান। রাতে বিছানায় বসিয়ে ঘরের কাজে ব্যস্ত ছিলেন তিনি। এ সময় বিছানায় থাকা চানাচুর মুখে দেয় শিশু সুমাইয়া। এসময় চানাচুর গলায় আটকে গেলে বাড়ির লোকজন অনেক চেষ্টা করেও তা বের করতে পারেনি। পরে তাকে সরিষবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদুর রহমান জানান, গলায় খাবার আটকে সুমাইয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
মুত্তাছিম বিল্লাহ/এনএফ