জেলা প্রশাসন ফুটবলে দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর
মানিকগঞ্জের জেলা প্রশাসন ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে দৌলতপুর উপজেলা। আজ রোববার বিকেলে মানিকগঞ্জ পৌরসভাকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেছে দৌলতপুর উপজেলা।
৩ হাজার দর্শকের উপস্থিতিতে মানিকগঞ্জ পৌরসভার বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল দৌলতপুর উপজেলা। ৩১ মিনিটে মিয়াদের গোলে এগিয়ে যায় দৌলতপুর উপজেলা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ( ৪৯ মিনিটে) দৌলতপুর উপজেলার হয়ে আক্কাস গোল সংখ্যা দ্বিগুন করেন।
বিজ্ঞাপন
২ গোলে পিছিয়ে থাকা মানিকগঞ্জ পৌরসভা খেলায় ফেরার প্রানপন চেষ্টা চালায়। দ্বিতীয়ার্ধের ৮ মিনিটে জেমি গোল ব্যবধান কমিয়ে আনেন। কিন্তু বাকি সময় দৌলতপুর উপজেলার রক্ষন ভাগে চির ধরাতে পারেনি মানিকগঞ্জ।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লার উদ্যোগে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় গতকাল ১৬ আগষ্ট শনিবার থেকে শুরু হয়েছে মানিকগঞ্জ জেলাল প্রশাসন ফুটবলের আসর।
বিজ্ঞাপন
মানিকগঞ্জ জেলা প্রশাসক মানোয়ার হোসেন মোল্লা এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। মোট ৮ দলকে নিয়ে হচ্ছে এ ফুটবল টুর্নামেন্ট। নকআউট পদ্ধতির এ টুনামেন্টের ফাইনাল হবে ২৯ আগষ্ট।
এইচজেএস