ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীর টাকা ছিনতাই, গ্রেপ্তার ১
রাজবাড়ীতে সিঙ্গাপুর প্রবাসীকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে গিয়ে টাকা ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে সেলিম খান (৪০) নামের এক ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাতে প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব।
বিজ্ঞাপন
এর আগে একইদিন সোমবার ভোর সাড়ে ৫টার দিকে গোয়ালন্দ উপজেলার ওমেদআলী পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার সেলিম খান গোয়ালন্দ উপজেলার ওমেদ আলী পাড়া এলাকার আব্দুর রব খানের ছেলে।
বিজ্ঞাপন
মামলা সূত্রে জানা গেছে, গত ৫ মে বেলা ১১টার দিকে আবু হানিফ খান নামের এক সিঙ্গাপুর প্রবাসী অগ্রণী ব্যাংকের আহলাদীপুর শাখা থেকে ১ লাখ টাকা উত্তোলন করে ইজিবাইকে গোয়ালন্দ মোড় থেকে খানখানাপুর বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের খানখানাপুর আঞ্জুমান -ই-কাদেরিয়া খানকা মসজিদের কাছে পৌঁছালে মহাসড়কের পাশে থাকা প্রাইভেটকার থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর তারা প্রবাসীর কাছে থাকা ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের কুটিরহাট আখ সেন্টার এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে প্রবাসীর ডাক চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে। পরবর্তী ভুক্তভোগী প্রবাসী গত ৮মে সদর থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল ইসলাম বলেন, ডিবি পুলিশ পরিচয়ে প্রবাসীকে তুলে নিয়ে গিয়ে ছিনতাইয়ের ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আমরা ডিবি পুলিশ পরিচয়কারী ব্যক্তি সেলিম খানকে গোয়ালন্দের ওমেদ আলীর পাড়া থেকে গ্রেপ্তার করি। এ সময় তার বসতবাড়ি থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ১টি প্রাইভেট কার, ২টি ওয়াকিটকি, ২টি স্টিলের চাপাতি ও নগদ ১০ হাজার টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়েছে।
মীর সামসুজ্জামান সৌরভ/এমএন