জামালপুরে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ
জামালপুরের বকশীগঞ্জে পৃথকস্থান থেকে সরকারি সীল সংবলিত ১৬০ বাস্তা চাল জব্দ করেছে প্রশাসন। সোমবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকা থেকে এসব চালের বস্তা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা গেছে, বাট্রাজোড় ইউনিয়নের চন্দ্রাবাজ মধ্যপাড়া এলাকার আজগর আলীর ছেলে আলামিনের বাড়ি ও পার্শ্ববর্তী আক্কাস আলীর ছেলে সাদ্দাম হোসেনের বাড়ি থেকে সরকারি সীল সংবলিত চালের বস্তা গাড়িতে বোঝাই করার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বস্তার গায়ে সরকারি সিল সংবলিত দেখে তারা বিষয়টি প্রশাসনকে জানায়। পরে বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ওই এলাকার আজগর আলীর ছেলে আলামিনের বাড়ি থেকে ১৪০ বস্তা ও আক্কাস আলীর ছেলে সাদ্দাম হোসেনের বাড়ি থেকে ২০ বস্তা মোট ১৬০ বস্তা সরকারি চাল জব্দ করে। জব্দকৃত চাল গুলো পুলিশ থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সরকারি সীল সংবলিত বিপুল পরিমাণ সরকারি চাল ব্যক্তিগতভাবে বাড়িতে মজুত করার ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন।
বিজ্ঞাপন
বকশীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাইদুর রহমান ঢাকা পোস্টকে জানান, চাল জব্দের বিষয়টি ইউএনও স্যার জানিয়েছেন। আমি থানায় যাচ্ছি। এ মাসে আমরা খাদ্য বান্ধব কর্মসূচির কোনো চাল বিতরণ করিনি। তবে এটি টিসিবির চাল হতে পারে।
বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ঢাকা পোস্টকে বলেন, অভিযান চালিয়ে ১৬০ বস্তা সরকারি চাল জব্দ করে থানায় দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ব্যবস্থা নিবেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঢাকা পোস্টকে জানান, জব্দকৃত চালগুলো থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মুত্তাছিম বিল্লাহ/এমএন