ময়মনসিংহে উন্মুক্ত লটারিতে ১১ ইউপির খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগ
বর্জন হট্টগোলের পর অবশেষে ময়মনসিংহ সদর উপজেলার ১১টি ইউনিয়নে মোট ৫৫ জন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ আগস্ট) দুপুরে সদর উপজেলার হলরুমে রাজনৈতিক দল ও আবেদনকারীদের উপস্থিতিতে লটারির কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এর আগে ২৬৮ জন প্রার্থী আবেদন করেছিলেন, যার মধ্যে ১৩২টি আবেদন বৈধ ঘোষণা করা হয়। লটারি প্রক্রিয়ার মাধ্যমে প্রথম ধাপে ১১টি ইউনিয়নের ৫৫ জন ডিলার বাছাই করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রেজাউল করিম।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও খাদ্যবান্ধব কর্মসূচির সভাপতি মো. আরিফুল ইসলাম প্রিন্স ঢাকা পোস্টকে জানান, উপজেলার ১১টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে অত্যান্ত স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম শেষ করা হয়েছে। আশা করছি খাদ্যবান্ধবের উপকারভোগীরা আর হয়রানির শিকার হবেন না।
সূত্র জানায়, গত ১৯ আগস্ট সদর উপজেলা পরিষদের হলরুমে লটারি শুরু হলে জামায়াতে ইসলামি ও বিএনপির নেতাকর্মীরা সুবিধাভোগীদের সুযোগ দেওয়ার অভিযোগে অনুষ্ঠানে বর্জন করেন। তবে আলোচনার মাধ্যমে প্রথম ধাপে ৩টি ইউনিয়নের লটারি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। মঙ্গলবার (২০ আগস্ট) বাকি ৮টি ইউনিয়নের লটারি কার্যক্রমও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হোরায়রা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) মো. ফারুক রেজা ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
আমান উল্লাহ আকন্দ/এমএসএ