ঘোড়ার গাড়িতে চড়িয়ে শিক্ষককে রাজকীয় বিদায়
কুড়িগ্রামের ফুলবাড়িতে সহকারী শিক্ষক আব্দুল জলিলকে ঘোড়ার গাড়িতে করে রাজকীয় বিদায় দিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ আগস্ট) উপজেলার ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ের অডিটরিয়াম হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম। অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব হোসেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস ছালাম, সাবেক শিক্ষক সাউদ মো. হারুন অর রশিদ প্রমুখ।
আলোচনা সভার আগে সদ্য বিদায়ী শিক্ষক আব্দুল জলিল সরকারকে ফুলের মালা পরিয়ে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে ঘোড়ার গাড়ির সিংহাসনে বসিয়ে রাজকীয়ভাবে উপজেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে শিক্ষকের বাড়ি মাস্টার পাড়ায় পৌঁছে দেওয়া হয়।
বিজ্ঞাপন
শিক্ষক আব্দুল জলিল বলেন, কখনো কল্পনা করতে পারিনি এত সম্মান ও বর্ণাঢ্য আয়োজনে আমার বিদায় হবে। সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসায় আমি ধন্য। সেইসঙ্গে সবাইকে নামাজ পড়ে আমার জন্য দোয়া করার জন্য বলব। আমিও সবার জন্য নামাজ পড়ে দোয়া করব।
শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, জলিল স্যার অত্যন্ত ভালো মানুষ। তিনি আমাদের বাবার মতো সব সময় আদর ও মমতা দিয়ে পাঠদান করতেন। আজ স্যারের বিদায় হলো। আমরা একজন ভালো স্যারকে স্কুল থেকে হারালাম। আমরা স্যারের দীর্ঘায়ু কামনা করি।
উল্লেখ্য, আব্দুল জলিল সরকার ৭ আগস্ট ১৯৮৯ সালে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চবিদ্যালয়ে সহকারী শিক্ষক (বিএসসি) হিসেবে যোগদান করেন। তিনি শিক্ষার্থীদের অংক ও বিজ্ঞান ক্লাস নিতেন। খোলামনের মানুষ হওয়ায় তিনি বিদ্যালয়টির শিক্ষার্থীদের প্রিয় শিক্ষকের মর্যাদা পান। কাজের অভিজ্ঞতায় অনেক সময় তিনি বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকেরও দায়িত্ব পালন করেছেন।
মমিনুল ইসলাম বাবু/এএমকে