সাতক্ষীরার কলারোয়া উপজেলায় দুধ ছাড়াই গ্লুকোজ, সয়াবিন তেল ও বিভিন্ন কেমিক্যাল মিশিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করছিল একটি ফ্যাক্টরি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত টাস্কফোর্স অভিযানে ফ্যাক্টরিটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 
বৃহস্পতিবার (২১ আগস্ট) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় উপজেলার চাঁন্দা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াজ উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, বিএসটিআই খুলনার ফিল্ড অফিসার মো. আব্দুল মান্নান, বিজিবির ১৫ সদস্য ও পুলিশের একটি দল।

অভিযানকালে এম এম সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে দুধ ছাড়াই গ্লুকোজ, সয়াবিন তেল ও নানা কেমিক্যাল দিয়ে আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার প্রমাণ মেলে। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ফ্যাক্টরির মালিক খালেদা বেগমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় স্থানীয়রা জনস্বাস্থ্যের ঝুঁকি রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।

ইব্রাহিম খলিল/আরকে