আড়াইহাজারে বাসাবাড়ি থেকে ৫৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ৫৭০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে বাজবি, হাজীবাড়ি, তিনগাঁও, মোতাহার টেক্সটাইল সংলগ্ন এলাকায় ৫টি স্পটে ৪৫০টি বাড়ির ৫৭০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বিজ্ঞাপন
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও তিতাস গ্যাসের আড়াইহাজার জোনের ম্যানেজার রায়হানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন।
অপসারণকৃত পাইপলাইনের আনুমানিক দৈর্ঘ্য এম এস পাইপ ২ ইঞ্চি ১০০ ফুট ও এম এস পাইপ ৩০ ফুট প্রায়। প্রতিটি অবৈধ লাইন উৎস থেকে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে।
বিজ্ঞাপন
তিতাসের আড়াইহাজার জোনের ব্যবস্থাপক রায়হান জানান, অবৈধ সংযোগ বন্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং নিয়মিত চলবে। এছাড়া এ অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন তিতাসের অন্য কর্মকর্তা ও প্রকৌশলীরা।
মীমরাজ হোসেন/আরকে