সাংবাদিক বিভুরঞ্জন সরকার

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে নিখোঁজ জ্যেষ্ঠ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে মেঘনা নদীর বলাকির চরের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মরদেহটি নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জন সরকারের। তার ছেলে ঋত সরকার মরদেহটি তার বাবার বলে নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল থেকে সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকার নিখোঁজ ছিলেন। তিনি রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন। এরপর থেকে আর বাড়ি ফেরেননি। ওই রাতেই তার ছেলে ঋত সরকার রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

১৯৫৪ সালে জন্মগ্রহণকারী বিভুরঞ্জন সরকার ষাটের দশকের শেষ দিকে স্কুলশিক্ষার্থী থাকাকালে দৈনিক আজাদে মফস্বল সংবাদদাতা হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর তিনি বিভিন্ন জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে কাজ করেছেন। দৈনিক মাতৃভূমি, সাপ্তাহিক চলতিপত্রের সম্পাদক এবং সাপ্তাহিক মৃদুভাষণের নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। আশির দশকে এরশাদবিরোধী আন্দোলনের সময় সাপ্তাহিক যায়যায়দিনে ‘তারিখ ইব্রাহিম’ ছদ্মনামে লেখা তার রাজনৈতিক নিবন্ধ বিশেষভাবে পাঠকপ্রিয় হয়েছিল।

সৈকত/শামীম/আরএআর