কাভার্ডভ্যান উদ্ধার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
কুমিল্লায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহতের ঘটনার ৫ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৫টার দিকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান উদ্ধার করার পর মহাসড়কের উভয় লেনে যান চলাচল শুরু হয়। সাড়ে ৫টা থেকে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হতে থাকে।
এর আগে দুপুর ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় লেনে প্রায় ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যার ফলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
বিজ্ঞাপন
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম ঢাকা পোস্টকে বলেন, মহাসড়কে উল্টে পড়া কাভার্ডভ্যানটি বেশ ভারী। হাইওয়ে পুলিশের রেকারের ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি ভারী ছিল কাভার্ডভ্যানটি। পরে ব্যক্তিগত দুইটি বেশি ধারণ ক্ষমতার রেকার এনে কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। এখন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
আরিফ আজগর/আরএআর